Published : 08 Oct 2023, 07:37 PM
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বনবিভাগের বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের পাহাড়ি ছড়া থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে রোববার সকালে গভীর জঙ্গলে সাপটি অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগের বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম বলেন, “রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র ফিরে আসতে শুরু করেছে। তাই ওই বনের জীবজন্তু প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে।
পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। পরে সেটি উদ্ধার করা হয় বলে জানান রেঞ্জার।