‘সোনার বার নর্দমায় ফেলে পালাচ্ছিল তরুণ’

উদ্ধার বারগুলোর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 12:45 PM
Updated : 29 Jan 2023, 12:45 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক তরুণকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখে সোনার বার নর্দমায় ফেলে পালানোর চেষ্টা করছিল ওই তরুণ।

রোববার দুপুর ১২টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পাশের নর্দমা থেকে উদ্ধার করা হয় পাঁচটি সোনার বার।

আটক হৃদয় হোসেন (১৯) দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।

তিনি জানান, গোপন সংবাদে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ ও দর্শনা থানা পুলিশের একটি দল ওই বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।

“এ সময় হৃদয় মোটরসাইকেলে সীমান্তের দিকে যাচ্ছিল। পুলিশ দেখে সে তার পকেটে থাকা কাগজে মোড়ানো সোনার বারগুলো পাশের নর্দমায় ফেলে পালানোর চেষ্টা করে।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ সময় তাকে আটক ও নর্দমা থেকে সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার ২৯৫ গ্রাম পরিমাণের বারগুলোর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।