সেতুর মাটি সরে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ সাড়ে ৩ ঘণ্টা

মেরামত শেষে রাত ১টার দিকে পুনরায় ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ সচল হয়।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 04:53 AM
Updated : 9 May 2023, 04:53 AM

ঢাকা-ময়মনসিংহ রেল পথের একটি সেতুর নীচের মাটি সরে যাওয়ায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ। পরে সেতুটি মেরামত শেষে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি জানা যায়। 

তিনি বলেন, ত্রিশাল উপজেলার ফাতেমা নগর-আউলিয়ানগর রেল স্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকায় রেললাইনের একটি ব্রিজের সংস্কার কাজ চলছিল। 

“সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সেতুটি পার হওয়ার সময় নিচের কিছু অংশের মাটি সরে যায়। পরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় মাটি সরে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন চালক। 

“এ অবস্থায় ট্রেনটি দাঁড়ানো অবস্থাতেই ওই লাইনের সংস্কার কাজ করা হয়। মেরামত শেষে রাত ১টার দিকে পুনরায় ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ সচল হয়”, বলেন রেল পুলিশের এই কর্মকর্তা।