যশোরে ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

রাতে দোকান থেকে বেরিয়ে পাশের বাজারে গেলে কয়েক যুবক রাজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানায় পরিবার।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 04:49 PM
Updated : 9 Nov 2023, 04:49 PM

যশোর সদরে এক কিশোর দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বড় বাজারের কাপুড়িয়াপট্টিতে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

নিহত ১৭ বছর বয়সি রাজিম খান শহরের ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার বাদল খানের ছেলে। সে ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা বাদল বলেন, “চুরিপট্টিতে ‘ভাই ভাই হোসেয়ারি’ কাপড়ের দোকানে কাজ করতো রাজিম। রাতে দোকান থেকে বেরিয়ে পাশের মুরগী বাজারের কাছে গেলে পাঁচ থেকে ছয়জন যুবকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা রাজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত কুমার পোদ্দার বলেন, “রাত সোয়া ৮টা দিকে ওই কিশোরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।”

ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।