বাসের যাত্রীরা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Published : 23 Dec 2022, 01:53 PM
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ওই মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোটরসাইকেলটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেবা লাইন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।”
এ ঘটনায় বাসের যাত্রীরা কেউ হতাহত হয়নি। নিহতের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানান সফিকুল।