আগেও একাধিকবার এ কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ওই যুবক।
Published : 09 Aug 2023, 07:08 PM
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৯টি বন্যপাখিসহ আটক এক যুবককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের কারাদণ্ড দেন।
দণ্ড পাওয়া মো. ইব্রাহিম (৩৬) কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার জালালাবাদ এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, ইব্রাহিম গাজীপুরের টঙ্গী মুন্সিপাড়া সড়ক এলাকায় ডা. আব্দুর রবের বাসায় ভাড়া থেকে অবৈধভাবে পাখি বিক্রি করতেন। দীঘদিন ধরে তিনি ইউটিউবের মাধ্যমে বন্যপাখি ও প্রাণী বেচাকেনা চালাচ্ছেন। দেশীয় এসব বন্যপাখি ও প্রাণী ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকলেও তিনি অনলাইনে এ ব্যবসায়ী চালিয়ে যাচ্ছিলেন।
একাধিকবার এ কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
জামিনে মুক্ত হয়ে ইব্রাহিম সম্প্রতি আবার একই কাজ শুরু করেন।
আব্দুল্লাহ আস সাদিক আরও জানান, ইব্রাহিমের কাছে বেশকিছু বন্য প্রাণী ও পাখি থাকার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে টঙ্গীতে তার বাসায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পরে তার বাসার গুদাম থেকে ১৪টি পাহাড়ি ময়না এবং পাঁচটি টিয়া জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে মামলা দায়ের ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইব্রাহিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, ওই পাখি বিক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।