পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশ ও নাওজর হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
বাগেরহাটের কচুয়া উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গেল বাইক আরোহী যুবকের প্রাণ।
সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি মো. মহসীন হোসেন জানান।
নিহত হোসেন শেখ কাজল (২৭) বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে বিষ্টুপুর গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মহসীন হোসেন বলেন, বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে সামনের অংশ ভেঙে বাইকটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে যায়। এতে বাইকের চালক কাজল গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।