বেশি দামে ডাল বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসক জানান, রমজান মাসে দ্রব্যমূল্য ন্যায্য দামে যেন বিক্রির বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2024, 02:22 PM
Updated : 13 March 2024, 02:22 PM

অতিরিক্ত দামে ডাল বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ শহরে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে চলা অভিযানে নিতাইগঞ্জের ‘মেসার্স কুমিল্লা ট্রেডিং’ দোকানের মালিক বিকাশ দেবনাথকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেছে জেলা প্রশাসন। রমজান মাসে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ন্যায্য দামে বিক্রি হয়, সে বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।

“তারই ধারাবাহিকতায় বাজারগুলো পরিদর্শন করা হয়েছে। কিছু কিছু অনিয়ম আমরা পেয়েছি, তা শোধরানোর জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”

তিনি বলেন, “অভিযান চালাকালে অতিরিক্ত দামে খেসারির ডাল বিক্রির অপরাধে মেসার্স কুমিল্লা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিকাশ দেবনাথকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

নারায়ণগঞ্জ জেলাজুড়ে বাজার তদারকির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

অভিযানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

তারা নিতাইগঞ্জ ও দ্বিগুবাবুর বাজারসহ কয়েকটি খুচরা ও পাইকারি বাজার পরিদর্শন করেন।

ব্যবসায়ীদের সঠিক মূল্যতালিকা সাঁটানোর পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ সংগ্রহে রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক।