ঝালকাঠিতে অবৈধভাবে নদীর বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

অভিযানে অবৈধভাবে মজুদ করা এক লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি
Published : 22 March 2023, 02:47 PM
Updated : 22 March 2023, 02:47 PM

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অপরাধে দুইজনকে কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমার নেতৃত্বে বুধবার দুপুরে মগড় ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম শফিউল আলম উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- বরিশালের সিএন্ডবি পুল এলাকার আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলার মাসুম খান।

আব্দুল হালিমকে এক বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাসুম খানকে ছয়মাস কারাদণ্ড এবং পাঁচ লাখ জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অংছিং মারমা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুদ করা এক লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।