মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, লাখ টাকা জরিমানা

যশোরের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ২০০ বস্তা খেজুর ক্রয় করেন; এর মধ্যে ৮০ বস্তা বিক্রি হয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2024, 01:09 PM
Updated : 16 March 2024, 01:09 PM

মাগুরা সদর উপজেলায় মজুদ করে রাখা ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে; এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে শহরের পশু হাসপাতাল পাড়ায় ‘গৌতম ফল ভাণ্ডারে’ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহামান।

দণ্ড পাওয়া ফল ব্যবসায়ীর নাম গৌতম বিশ্বাস।

ইউএনও মিজানুর রহামান বলেন, খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। ওই ব্যবসায়ী কারচুপির করে মেয়াদোত্তীর্ণ খেজুরগুলো বিক্রি করতে চেয়েছিলেন বলে স্বীকার করেছেন।

ভ্রাম্যমাণ আদালতকে ফল ব্যবসায়ী গৌতম বিশ্বাস বলেন, ১৩ মার্চ যশোরের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ২০০ বস্তা খেজুর ক্রয় করেন; যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এরমধ্যে ৮০ বস্তা বিক্রি করেছেন।