বরিশালে চায়ের দোকানির ‘পালা’ গোখরা ধানক্ষেতে মুক্ত

“রান্নাঘরের লাকড়ির মধ্যে ডিম দিয়ে বাচ্চা ফোটায় সাপটি।”

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 02:44 PM
Updated : 15 Nov 2023, 02:44 PM

বরিশালে শখের বশে চায়ের দোকানির লালন-পালন করা গোখরা সাপটিকে মুক্ত করে দেওয়া হয়েছে।

ধরে আনার আট দিনের মাথায় বুধবার বিকালে ধানক্ষেতে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে বলে দোকানি মজিবুল হক জানিয়েছেন।

৭ নভেম্বর নগরীর রুপাতলী মোল্লাবাড়ির রান্নাঘর থেকে ওই সাপটি ধরা হয়। এরপর থেকে সেটি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা অ্যাপোলো সড়কের মজিবুল হকের কাছে ছিল।

মোল্লাবাড়ির বাসিন্দা সুমন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হয়, রান্নাঘরের লাকড়ির মধ্যে ডিম দিয়ে বাচ্চা ফোটায় সাপটি। টের পেয়ে চায়ের দোকানি মজিবুল হককে নিয়ে সাপটি ধরা হয়। পরে তিনি সাপটি নিয়ে যান। কিন্তু বাচ্চা পাওয়া যায়নি।”

দোকানি মজিবুল হক বলেন, সাপটি দুর্বল থাকায় সহজে ধরা পড়েছে। শখের কারণে প্রায়ই সাপ ধরেন তিনি। কয়েকদিন লালন-পালন করে ছেড়ে দেন। এর আগেও আরেকটি সাপকে তিনি লালন-পালন করে ছেড়ে দিয়েছেন।

“আট দিন সাপটিকে যত্ন করে সবল করেছি, প্রতিদিন মাছ খাইয়েছি। বিকাল ৪টার দিকে সাপটিকে ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা পাথরখোলা এলাকায় ধানক্ষেতে ছেড়ে দেওয়া হয়েছে”, যোগ করেন মজিবুল।