কুড়িগ্রামে এমপি মতিনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবি

লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকা এবং ২০০৫ সালে প্রকাশিত গেজেটে মতিনের নাম নেই বলে গোলাম হোসেন মন্টু জানান।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2023, 01:32 PM
Updated : 17 Feb 2023, 01:32 PM

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য এম এ মতিনকে দেওয়া মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। 

এই দাবিতে তারা শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন; পরে প্রেসক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন।   

তবে কর্মসূচির অভিযোগ প্রত্যাখ্যান করে এম এ মতিন নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলিপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন মন্টু। 

গোলাম হোসেন মন্টু বলেন, সংসদ সদস্য এম এ মতিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকা এবং ২০০৫ সালে প্রকাশিত গেজেটে তার নাম নেই। তিনি ২০১৪ সালে অনলাইনে আবেদনও করেন নাই এবং সেই তালিকায় তার নাম নাই।

এ ছাড়া দেলোয়ার হোসেন নামে অপ্রাপ্ত বয়ষ্ক একজনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। 

“আমরা এই দুই ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিলের আহবান করছি। নাহলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব।”

অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদও বক্তব্য রাখেন। 

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাসহ প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। 

এ ব্যাপারে সংসদ সদস্য এম এ মতিন বলেন, “বিষয়টি রাজনৈতিক বিদ্বেষপ্রসূত। আমি ২০১১ সালে আবেদন করেছি। যাচাই-বাছাই ও নিয়মতান্ত্রিকভাবে সরকার আমাকে বীর মুক্তিযোদ্ধা খেতাব অনুমোদন দিয়েছে।”