ইবি ছাত্রকে বহিরাগতদের মারধর: মামলায় প্রেপ্তার ১

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 09:26 AM
Updated : 14 March 2023, 09:26 AM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে; গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনেকে আসামি করে মামলাটি করেন বলে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান।

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন উপজেলার পদমদী গ্রামের বাসিন্দা। মামলার পর পরই তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলার বরাত দিয়ে মঙ্গলবার পুলিশ জানায়, সোমবার ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত গোপনে ছাত্রীদের ভিডিও করছিল। বিষয়টি দেখে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মেদ হাসান জিসাদ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান প্রতিবাদ করেন।

বিকাল ৫টায় তারা শেখপাড়া বাজারের একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিল। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। প্রথমে তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে রাখে।

আরও পড়ুন:

Also Read: ইবি শিক্ষার্থীকে বহিরাগতের মারধর, সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ