যশোর সীমান্তে ১২ সোনার বার ফেলে ‘ভারতে পালাল পাচারকারী’

উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2023, 04:28 PM
Updated : 5 May 2023, 04:28 PM

যশোরের শার্শা সীমান্ত দিয়ে পাচার করতে গিয়ে ১২টি সোনার বার ফেলে ভারতে পালিয়েছে এক পাচারকারী। 

শুক্রবার বিকালে উপজেলার গোগা সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর জোড়া পুকুর থেকে বারগুলো জব্দ করা হয় বলে খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান। 

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

তানভীর রহমান বলেন, সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের গোপন খবরে বিজিবির একটি টহলদল ইছামতি নদীর তীরে অবস্থান নেয়।

“এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির টহলদল ওই ব্যক্তিকে ধাওয়া করলে তার সঙ্গে থাকা কালো একটি ব্যাগ ফেলে নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান পাচারকারী।“ 

তানভীর রহমান আরও বলেন, “পরে ব্যাগটি তল্লাশি করে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা।” 

এ ব্যাপারে শার্শা থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল তানভীর জানান।