পরিদর্শক মনিরুল বলেন, তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Published : 08 Jan 2024, 11:29 PM
কুষ্টিয়া-১ আসনে মৃত ব্যক্তিদের ভোট দিতে এসে তিনজনকে কারাগারে যেতে হয়েছে।
রোববার দুপুরে দৌলতপুর উপজেলার ২৫ নম্বর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে ধরা পড়েন ওই তিনজন। পরে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করেন।
আদালতের বিচারক শাহিন রেজা ও শ্রাবনী দাস তাদের ২ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন বলে জানান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ফিলিপনগর গ্রামের লিখন হোসেন (১৮), একই গ্রামের জীবন হোসেন (১৯) এবং উপজেলার পুরাতন আমদাহ গ্রামের অনিক ইসলাম (১৯)।
এর মধ্যে অনিক তার আপন চাচা প্রয়াত ইয়ারুল ইসলামের নামে ভোট দিতে এসেছিলেন। ইয়ারুল দেড় বছর আগে মারা যান। বাকি দুজনও অন্য দুই মৃত ব্যক্তির নামে ভোট দিতে বুথে প্রবেশ করেছিলেন।
কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৭৩/২ খ ধারায় অপরাধ করায় প্রত্যেকের দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
“এ ছাড়া লিখন ও জীবনকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। অনিককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।”
পরিদর্শক মনিরুল বলেন, তাদের কারাগারে পাঠানো হয়েছে।