লাঠি হাতে যানবাহন থামিয়ে চাঁদাবাজি, ৮ জনের জেল

দীর্ঘদিন ধরেই একটি চক্র হাতে লাঠি নিয়ে বিভিন্ন সড়কে নামে-বেনামে চাঁদাবাজী করছিল।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 03:07 PM
Updated : 5 June 2023, 03:07 PM

লাঠি হাতে বিভিন্ন সড়কে চাঁদাবাজির অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় আটজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন মুক্তাগাছা উপজেলার মুজাটি রাজেরমোড়ের রমজান আলী (২৬), পয়ারকান্দির রমজান আলী (২৫), নবী হোসেন (৩৫), আমিরুল ইসলাম, মো.লিটন (৩৪), ঈশ্বর গ্রামের মোশাররফ হোসেন ইমরান (২৮), জসিম (৩৫) এবং মির্জা ফয়সাল (২৪)।

মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন ধরেই একটি চক্র হাতে লাঠি নিয়ে বিভিন্ন সড়কে নামে-বেনামে চাঁদাবাজি করছিল। রোববার রাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“পরে অভিযানে গ্রেপ্তার আটজনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।”

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে এদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।