কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই নারী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন।
শনিবার সন্ধ্যায় নগরীর শাসনগাছায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে ওই স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদের রহমান জানান।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন বলেন,“আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী গোধূলি ট্রেনের সামনে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। ট্রেন চলে যাওয়ার পর দৌড়ে গিয়ে দেখি, নারীটির শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।”
এসআই শহিদের রহমান জানান,মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।
রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।