দিনাজপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১১ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় নবম শ্রেণির এক শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মারা যায়।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2022, 04:56 PM
Updated : 13 Sept 2022, 04:56 PM

দিনাজপুরে নিরাপদ সড়ক নিশ্চিত করা, রাতে কোচিং বন্ধ রাখাসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ডিসির কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। পরে ডিসি বরাবর ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে শহরে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের ভারী যানবাহন বন্ধ রাখা, রাতে কোচিং বন্ধ রাখা, যানবাহনের গতিসীমা নির্ধারণ, বিদ্যালয় শুরুর আগে ও পরে শিক্ষার্থীদের নিরাপদে চলাচল নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধ করা।

এ সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জেমস সন্দীপ সরকার, শিক্ষক আনসার আলী ও মনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।

ডিসি খালেদ মোহাম্মদ জাকী স্মারকলিপি গ্রহণ করে শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ও অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় ফায়াজ আল গালিফ নামে নবম শ্রেণির এক ছাত্র কোচিং শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।