সড়ক-মহাসড়কে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল সকাল থেকে কম চলাচল করতে দেখা গেছে৷
Published : 05 Nov 2023, 12:22 PM
বিএনপি–জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ শুরুর আগে ১২ ঘণ্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল ৬টা পর্যন্ত সাতটি থানা এলাকায় এসব অভিযান চলে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা৷
তিনি বলেন, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর ফলোআপ হিসেবে এসব অভিযান চলে৷ অভিযানে আটক বিএনপি নেতা-কর্মীকে পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সকালে সদর উপজেলার চাঁদমারী, সিদ্ধিরগঞ্জের সানারপাড়, সোনারগাঁ উপজেলার সিংলাবো, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি৷
অবরোধ সমর্থনে শহরে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরাও৷
অন্যদিকে জেলার বিভিন্ন স্থানে অবরোধের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের৷
পুলিশ জানায়, সদরের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সমর্থকরা সড়কে কেরোসিন ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে।
কিন্তু পুলিশি টহলের কারণে তারা মহাসড়কে যানবাহন বেশিক্ষণ আটকে রাখতে পারেনি৷ পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়৷
এ দুই মহাসড়কে ভোর থেকে বিজিবির একটি দলকে টহল দিতে দেখা গেছে।
এদিকে ১১টা পর্যন্ত কোনো সংঘর্ষ বা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
“যেকোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সড়ক-মহাসড়কেও টহল দিচ্ছে র্যাব, বিজিবি দল”, বলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা৷
এদিকে সড়ক-মহাসড়কে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল সকাল থেকে কম চলাচল করতে দেখা গেছে৷