নারায়ণগঞ্জে ‘পাচার চক্রের’ ৬ সদস্য গ্রেপ্তার

এ সময় কয়েকটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2022, 10:05 AM
Updated : 5 August 2022, 10:05 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ব়্যাব; যাদের পাঁচজনই নারী৷

শুক্রবার আদমজীতে ব়্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আগেরদিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখানের ডাইনাপাড়া এলাকার তোফাজ্জ্বল হোসেন ইরানের স্ত্রী ঝুমা আক্তার (২৮), হিল্লাপাড়ার রিপন শেখের স্ত্রী শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রহমানের মেয়ে মিনারা ওরফে রিনা (৩৫), সিদ্ধিরগঞ্জের বিক্রমপুর এলাকার মৃত রাজ্জাক মিস্ত্রির ছেলে শাহজামাল (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জের চরচনার শাহ্জামালের স্ত্রী রাবেয়া আক্তার (২৭) ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত শহীদুলের স্ত্রী কমলি খাতুন ওরফে সিমা (৩২)৷

তানভীর বলেন, “বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী এক নারী ব়্যাবের কাছে লিখিত অভিযোগ করেন৷ তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার কথা বলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হয়৷ পাচারের বিষয়টি বুঝতে পেরে তিনি কাঁটাতার পেরিয়ে যেতে অসম্মতি জানালে তাকে মারধর করা হয়৷

“পরে কৌশলে ওই নারী সেখান থেকে পালিয়ে আসেন৷ এরপর ব়্যাবের একটি দল অভিযান চালিয়ে পাচারকারী চক্রের পাঁচ নারী ও একজন পুরুষ সদস্যকে গ্রেপ্তার করে৷”

এ সময় কয়েকটি মোবাইল ও ভুক্তভোগীদের ডেবিড কার্ড ও টাকা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, “অভিযানে অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও আরেকজন নারীকেও উদ্ধার করা হয়৷ উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের জন্য নিয়ে আসে চক্রটি৷ বৃহস্পতিবার রাতেই তাদের সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল৷

“জিজ্ঞাসাবাদে আসামিরা এসব স্বীকার করেছে৷ মূলত অভাবে পড়া সহজ-সরল নারীদের টার্গেট করে পাচারকারী এ চক্রটি৷”

গ্রেপ্তার ছয়জনকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। আর এ চক্রে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তানভীর।