টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাবুলের আত্মচিৎকারে তার চাচাতো ভাই আবুল মাজম এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2023, 09:43 AM
Updated : 12 Jan 2023, 09:43 AM

পারিবারিক কলহের জের ধরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান।

নিহত ৫০ বছরের আবুল মাজম ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।

এলেঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুকুমার ঘোষ জানান, উপজেলার পৌলী এলাকায় আজাহার মিয়ার ছেলে বাবুল মণ্ডলের সঙ্গে পাশের স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে হামিদা বেগমের বিয়ে হয়।

বুধবার রাতে বাবুলের সঙ্গে তার স্ত্রী হামিদার ঝগড়া হয়।বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুর আব্দুল বারেক, শ্বাশুড়ী আনোয়ারা বেগম ও মামা শ্বশুর আফসার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের বাড়িতে যান।

বাবুল তখন ঘরে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার শ্বাশুড়ী আনোয়ারা তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবুলের আত্মচিৎকারে তার চাচাতো ভাই আবুল মাজম এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়।

এতে মাজম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আজিজুর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি মোল্লা আজিজুর রহমান।