অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্বজনরা জানান, রাতে তাসলিমাকে চিকিৎসকের কাছে না নিয়ে অসুস্থ অবস্থায় শফিকের বাড়িতেই রেখে দেওয়া হয়।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 08:11 PM
Updated : 17 March 2024, 08:11 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

নিহত মর্জিনা আক্তার তাসলিমা (৩৩) উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের ইজিবাইক চালক শফিক মিয়ার স্ত্রী। অন্তঃসত্ত্বা ছাড়াও তাসলিমা দুই সন্তানের জননী ছিলেন।

এ ঘটনায় শফিককে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানায় আনা হয়েছে বলে জানান, গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহমেদ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে শফিক মিয়া বসার মোড়া দিয়ে তাসলিমার ঘাড়ের নিচে আঘাত করেন। এতে অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেন শফিক।

স্বজনরা জানান, রাতে তাসলিমাকে চিকিৎসকের কাছে না নিয়ে অসুস্থ অবস্থায় শফিকের বাড়িতেই রেখে দেওয়া হয়।

রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

ওসি ফারুক আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। তবে, এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]