প্রথম বিয়ের কথা গোপন করে মাহমুদা দ্বিতীয় বিয়ে করায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত বলে জানায় পুলিশ।
Published : 21 May 2023, 02:14 PM
মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান।
এর আগে শুক্রবার রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাজী কাঁঠাল গ্রামে ওই গৃহবধূর শরীরে আগুন লাগে বলে জানায় পুলিশ।
নিহত ২৫ বছর বয়সি মাহমুদা আক্তার ওই গ্রামের আনোয়ার কাজীর মেয়ে। মাহমুদার স্বামী নাম আফিদুল ইসলাম।
মাহমুদার স্বজনদের বরাতে সঞ্জয় কুমার জানান, পাঁচ বছর আগে প্রথম বিয়ের দুই মাসের মাথায় মাহমুদার বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর মোবাইল ফোনের মাধ্যমে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আফিদুলের সঙ্গে মাহমুদার প্রেম হয়।
“দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ বাবার বাড়িতে থাকতেন মাহমুদা। তবে আগের বিয়ের কথা স্বামীর কাছে গোপন করেন মাহমুদা। এক বছর পর মাহমুদার আগের বিয়ের কথা জানতে পারেন আফিদুল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।
“এরই জেরে শুক্রবার রাতে মাহমুদার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় আফিদুল। গুরুতর অবস্থায় মাহমুদাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা মারা যান।”
পুলিশ জানায়, নিহতের বাড়ি থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার পর থেকে মাহমুদার স্বামী আফিদুল পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে পরিদর্শক সঞ্জয় কুমার জানান।