ঘটনার পর থেকে ৯ বছর ধরে আসামিরা আত্মগোপনে ছিলেন।
Published : 08 Jul 2023, 10:48 AM
শেরপুরের শ্রীবরদীতে কিশোরী অপহরণ ও ধর্ষণ চেষ্টা মামলায় ২৪ বছর সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা ৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
শুক্রবার শেরপুর সদর ও শ্রীবরদী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
গ্রেপ্তার আসামিরা হলেন, শ্রীবরদী উপজেলার ছনকান্দা বেপারিপাড়া গ্রামের শমসের আলীর ছেলে আমের আলী (৪০) ও সুরুজ আলীর ছেলে আবুল কাশেম (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার এক স্কুল ছাত্রী তার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আসামি আমের আলী ও আবুল কাশেম পিছু নেয়। পথে দুই আসামি ভিকটিমকে তার পরিহিত ওড়না দিয়ে মুখ বেধে অপহরণ করে ধর্ষণের উদ্দেশ্যে অটোরিকশা দিয়ে কর্ণজোড়া রাস্তায় নিয়ে যায়।
এদিকে স্কুল ছাত্রীটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাবা খবর পান ভিকটিম কাকিকুল ব্রিজের পাশে পড়ে আছে। সেখানে পৌঁছালে স্কুল ছাত্রী জানায় যে, আসামি দুইজন তাকে অপহরণ করে কুলগাও পাহাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসায় আসামিরা দ্রুত পালিয়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে।
পরে আমের আলী ও আবুল কাশেমকে আসামি করে ভিকটিমের বাবা অপহরণসহ ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
এই মামলায় ২০২১ সালের ২৩ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামি আমের আলী ও আবুল কাশেমকে দোষী সাব্যস্ত করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় দুই আসামিকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এদিকে ঘটনার পর থেকে ৯ বছর ধরে আসামিরা আত্মগোপনে ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে শ্রীবরদী উপজেলার ছনকান্দা বেপারীপাড়া এলাকা থেকে কাশেমকে এবং শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকা থেকে আমের আলীকে গ্রেপ্তার করে।
জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুই আসামিকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।