তিনি বাড়ির পাশে জঙ্গলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
Published : 12 Apr 2024, 11:04 PM
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কাছে একটি চিরকুট পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান।
নিহত হাসান আলী (২৬) বান্দেরপাড় গ্রামের রহমত আলীর ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান সাংবাদিকদের বলেন, বাড়ির পাশেই জঙ্গলের একটি গাছে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
“একটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে। তাতে তিনি অভাবে কথা বলেছেন এবং ভালভাবে ঈদ না করতে পারার জন্য বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, “পারিবারিক হতাশা থেকে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”