রমজান মল্লিকের সঙ্গে তার বড় ছেলের পারিবারিক বিরোধ চলছিল।
Published : 22 May 2023, 07:23 PM
নওগাঁর মান্দা উপজেলায় পুকুরপাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাগুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান।
নিহত ৬০ বছর বয়সি রমজান আলী মল্লিক ওই গ্রামের মৃত মেহের আলী মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, রমজান মল্লিকের সঙ্গে তার বড় ছেলে মোয়াজ্জেম হোসেন মল্লিকের পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে বুধবার বাবা ও ছেলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে মোয়াজ্জেম আহত হন।
স্থানীয় ইউপি সদস্য আছির উদ্দিন জানান, মারধরের ঘটনায় বাবা ও ছেলে থানায় পৃথক অভিযোগ করেন। এরমধ্যে রোববার সন্ধ্যায় গ্রামের আজিজার মাষ্টারের পুকুরপাড়ে রমজান মল্লিককে মৃত অবস্থায় পাওয়া যায়।
পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে রমজান মল্লিকের ছোট ছেলে রায়হান মল্লিক বলেন, “বাবার মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারছি না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছি।”
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে ওসি নূর-এ আলম জানান।