পুলিশ জানায়, আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রামমুখি মালবাহী একটি ট্রেনে কাটা পড়েন।
Published : 18 Mar 2024, 01:40 AM
ফেনীতে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রামমুখি মালবাহী একটি ট্রেনে কাটা পড়েন।
এতে তার দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে নিহতের মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই জাহাঙ্গীর আলম আরও জানান, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]