ফেনীতে ৩ দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

নিহতদের লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2024, 02:36 PM
Updated : 29 March 2024, 02:36 PM

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের বল্লবপুর এলাকায়, ১২টায় ফেনী শহরের অদূরে কালিপালে ও সাড়ে ৩টায় সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড়ে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লার লাঙ্গলকোট গোর্টশাল এলাকার বেলালের স্ত্রী শারমিন আক্তার (৩০) ও নুর ইসলাম (৫৫)।

আহতদের ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বলেন, শুভপুর ইউনিয়নের বল্লবপুর রাস্তার মাথায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম নামে এক যাত্রীর মৃত্যু হয়।

এছাড়া কালিপাল রাস্তার মাথায় মোটরসাইকেল থেকে পড়ে শারমিন আক্তারের মৃত্যু হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানিয়েছেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বলেন, নোয়াখালী হয়ে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় হয়ে মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির লরি ধাক্কা দেয়।

“এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং গাড়িতে থাকা অন্তত ১২ জন আহত হন।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল ( কর্মকর্তা (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আর আহত বেশ কয়েকজন তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।