বরিশাল সিটি ভোট : আদালতের নির্দেশে ভোটে ফিরলেন ৩ প্রার্থী

মেনন পেয়েছেন লাটিম প্রতীক, রইচ আহম্মেদ মান্না ঘুড়ি এবং ফিরোজ মল্লিক টিফিন কেরিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 12:26 PM
Updated : 29 May 2023, 12:26 PM

আদালতের নির্দেশে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মনোনয়ন বাতিল হওয়া তিন কাউন্সিলর প্রার্থী। 

গত দুইদিনে উচ্চ আদালতের আলাদা তিনটি আদেশের পর তাদের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান। 

এই তিনজন হলেন- নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাশেদ খান মেনন, ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইচ আহম্মেদ মান্না এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ মল্লিক।

মো. মনিরুজ্জামান বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই তিনজনের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে তারা এর বিরুদ্ধে আপিল করলেও কর্তৃপক্ষ প্রার্থিতা ফিরিয়ে দেয়নি। এরপরই তিন কাউন্সিলর প্রার্থী উচ্চ আদালতে যান। গত দুই দিনে আদালতের তিনটি আলাদা আদেশের পর এই তিনজনের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।” 

এদের মধ্যে মেনন পেয়েছেন লাটিম প্রতীক, রইচ আহম্মেদ মান্না ঘুড়ি এবং ফিরোজ মল্লিক টিফিন কেরিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

প্রতীক বরাদ্দ পেয়েই তিন কাউন্সিলর প্রার্থী প্রচার শুরু করেছেন বলেও জানান সহকারী রির্টানিং কর্মকর্তা।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী লড়াই করছেন। 

আগামী ১২ জুন নির্বাচনে সিটি করপোরেশনটির মোট ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন :

Also Read: নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: বরিশালে সিইসি

Also Read: গাজীপুরের মত ভোট করতে বরিশালের প্রার্থীদের সাহায্য চাইলেন সিইসি

Also Read: উন্নয়নের প্রতিশ্রুতি খোকনের, কারচুপি ঠেকানোর আহ্বান ফয়জুলের

Also Read: দেখবেন, চাচা-ভাইপো মিলেই নগর চালাচ্ছেন: বরিশালে জাপার তাপস