বরিশালে মাকে মারধর করা সেই দুই ছেলে গ্রেপ্তার

রোববার রাতে থানায় তিন ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 06:16 PM
Updated : 14 Nov 2022, 06:16 PM

বরিশালের উজিরপুরে বাবা ও মাকে মারধরের অভিযোগ ওঠা সেই দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন।

এর আগে ওই রাতে থানায় তিন ছেলে ও পুত্রবধূকে আসামি করে মামলা করেছেন ওই নারী।

গ্রেপ্তার ২৮ ও ৪০ বছর বয়সী এই দুই ছেলে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের বাসিন্দা।

হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ করা হয় মামলা।

গত ১১ নভেম্বর ওই মাকে দুই ছেলে জুতা দিয়ে পিটিয়ে ও টেনেহেঁচড়ে নির্যাতন করার একটি ভিডিও ভাইরাল হয়।

আহত ওই মাকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে।

এ নিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি সংবাদ প্রকাশিত হয়।

ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার আদালতে পাঠানো হয়ে।

“মামলার অপর দুই আসামি মেজ ছেলে ও বড় ছেলের স্ত্রী। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বাবাকে মারধরের ঘটনায় তাদের মা ১১ নভেম্বর উজিরপুরের সাতলা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন।

হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় স্বামী-স্ত্রী শনিবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। তখন দুই ছেলেকে নোটিশ করা হয়। তাদের অভিযোগ পেয়ে ওইদিন দুই ছেলেকে ডেকে শুনানির দিন ধার্য করা হয়।

“কিন্তু শুনানির আগে ওই দিন সন্ধ্যায় অভিযোগ দেওয়ায় দুই ছেলে মাকে পিটিয়েছে।”

পরে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:

বরিশালে ‘দুই ছেলের’ পিটুনিতে হাসপাতালে বৃদ্ধ মা