রণজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন।
Published : 23 Mar 2024, 09:58 AM
গোপালগঞ্জ দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গামা।
শুক্রবার বিকালে শহরতলীর মান্দারতলা এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান।
রণজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন।
ওসি জানান, শুক্রবার গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল' কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশুনা করতে গিয়েছিলেন রণজিৎ কুমার।
বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের বাসায় ফেরার পথে মান্দারতলায় দ্রুতগামী অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শিহাবউদ্দিন আজম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম বলেন, “বেপরোয়া গতির মোটরসাইকেল এ দুর্ঘটনার মূল কারণ। দ্রুত এ ধরনের মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।”
ওসি আনিচুর আরও জানান, যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে তাই হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তারপরও এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।
নিহতের মরদেহ রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।