লালমনিরহাটের সীমান্তে ৫ কেজি স্বর্ণসহ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার আজিজার রহমান ওই সীমান্ত এলাকার কৃষক বলে বিজিবি জানিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2023, 12:50 PM
Updated : 31 Jan 2023, 12:50 PM

লালমনিরহাটের সীমান্ত থেকে পাঁচ কেজির বেশি ওজনের ৪৫টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্ত থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান।

গ্রেপ্তার আজিজার রহমান (৫৮) ওই সীমান্ত এলাকার কৃষক বলে বিজিবি জানিয়েছে।

বিকালে এক প্রেস ব্রিফিংয়ে মোফাজ্জল হোসেন আকন্দ জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দিঘলটারী বিওপি ক্যাম্পের টহল দল গোপন সংবাদ পেয়ে সীমান্তের মেইন পিলার ৯২৫-এর ৭ এস এর কাছে অবস্থান নেয়।

“আজিজার রহমান ওই এলাকা অতিক্রম করার সময় টহল দল তাকে আটকে তার শরীর তল্লাশি করে এবং কোমরে থাকা স্কচটেপে মোড়ানো দুইটি প্যাকেট পায়।”

প্যাকেট দুইটি খুলে ৪৫টি সোনার বার (২৪ ক্যারেট) পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ৩৯০ গ্রাম এবং বর্তমান আনুমানিক বাজার মুল্য সাড়ে চার কোটি টাকা বলে তিনি জানান।

মোফাজ্জল হোসেন আকন্দ জানান, স্বর্ণগুলো বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল। আটক আজিজার একজন কৃষক। সীমান্ত সংলগ্ন এলাকায় তার জমি রয়েছে।

“তিনি এক হাজার টাকার বিনিময়ে ওই স্বর্ণগুলো নিয়ে  সীমান্তের ওপারে একজনকে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”