রেললাইনের উপর ট্রাকটি ১৭ মিনিটের মতো আটকে থাকে; পরে ইঞ্জিন সচল হলে ট্রাকটি রেললাইন থেকে নেমে আসে।
Published : 30 Oct 2022, 09:36 PM
দিনাজপুরের হিলিতে রেললাইনের উপর ট্রাক বিকল হওয়ার পর তাৎক্ষণিক তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিলিগুড়ি থেকে ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেন।
বিকাল সাড়ে ৪টার দিকে হিলি চেকপোস্ট লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে দিনাজপুরের হাকিমপুর থানার ওসি আবু সায়েম জানান।
হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, হিলি চেকপোস্ট গেট দিয়ে ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে একটি ট্রাক বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশে প্রবেশ করে। ট্রাকটি বন্দরের পানামা পোর্টের ওয়্যারহাউজে যাওয়ার সময় বাংলাদেশ-ভারত চেকপোস্টের বাংলাদেশ সীমানার রেললাইনের উপর ওঠামাত্র বন্ধ হয়ে যায়।
“এদিকে ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটিও বিরামপুর অতিক্রম করে হিলির দিকে আসতে থাকে।”
তপন কুমার জানান, এই অবস্থায় হিলি চেকপোস্টে থাকা লোকজন ট্রেন আসার খবর পেয়ে ১ নম্বর আউটার সিগন্যালের কাছে গিয়ে লাল কাপড় উড়াতে থাকেন। একই সময়ে হিলি রেলস্টেশন থেকে পাকশী কন্ট্রোল রুমেও ঘটনা জানিয়ে দেওয়া হয়।
“কয়েক মিনিট পর ট্রেনটি লাল কাপড় দেখে সিগন্যালের কাছে এসে দাঁড়িয়ে যায়।”
তপন কুমার আরও জানান, রেললাইনের উপর ট্রাকটি ১৭ মিনিটের মতো আটকে থাকে। পরে ইঞ্জিন সচল হলে ট্রাকটি রেললাইনের উপর থেকে নেমে আসে। তখন মিতালী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়।
মিতালী এক্সপ্রেসের যাত্রী শিলিগুড়ির হৈমন্তী সরকার সাংবাদিকদের বলেন, “দ্রুতগতির ট্রেন দেখি হঠাৎ থেমে গেল। পরে জানতে পারলাম রেললাইনের উপর একটি ট্রাক উঠে নষ্ট হয়েছে। লোকজন ট্রেনটিকে না দাঁড় করালে হয়ত বিপদ হয়ে যেত। আমরা অল্পের জন্য হয়ত প্রাণে বেঁচে গেলাম।”