‘ময়লা ছিটিয়ে হাতিয়ে নিল ব্যবসায়ীর ৪ লাখ টাকা’  

‘ময়লা পরিষ্কার করার ফাঁকে টাকা নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।’

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2022, 06:14 PM
Updated : 9 Nov 2022, 06:14 PM

ময়মনসিংহ নগরীতে গায়ে ময়লা ছিটিয়ে প্রতারক চক্র এক ব্যবসায়ীর চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার দুপুর ২টার দিকে নগরীর আঠারবাড়ি মোড় এলাকায় এমন এক  ঘটনার অভিযোগ পেয়েছেন বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান । 

সার ব্যবসায়ী শামসুল আলম (৬০) নগরীর আকুয়া এলাকার বাসিন্দা।  সারের ব্যবসার পাশাপাশি তিনি ঠিকাদারীও করেন। 

শামসুল আলমের ভাষ্য, দুপুর ২টার দিকে ছোট বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে তিনি নয় লাখ টাকা তুলে পাঁচ লাখ টাকা অপর একটি ব্যাংকে জমা দেন। বাকি চার লাখ টাকা অন্য আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। 

“নগরীর আঠারবাড়ি মোড়ে যেতেই পেছন থেকে অপরিচিত একজন বলে উঠেন- আপনার পাঞ্জাবিতে ময়লা লেগেছে। ময়লা দেখে তা পরিষ্কার করার ফাঁকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। পরে থানায় অভিযোগ দিই।”  

ওসি শাহ কামাল আকন্দ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ওই এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। 

চক্রের সদস্যদের ধরতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তার।