পাশের সরু আরেকটি বেইলি সেতু দিয়ে যানবাহন চললেও ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
Published : 17 Oct 2023, 03:30 PM
মুন্সীগঞ্জের মুক্তারপুর-মাওয়া সড়কের বাইন্নাবাড়ি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে। এতে ট্রাকটির চালক ও তার সহকারী আহত হয়েছেন।
সোমবার রাতে বিকট শব্দে ব্রিজটি ভেঙে যায়। পাশের সরু আরেকটি সেতু দিয়ে যানবাহন চললেও ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
পরে মঙ্গলবার সকালে পাশের নির্মাণাধীন কালভার্টের অ্যাপ্রোচ সড়ক তৈরি করে চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন।
স্থানীয়রা জানান, অতিরিক্ত ওজন নিয়ে দ্রুত গতিতে সেতু অতিক্রম করছিল ট্রাকটি। এক পর্যায়ে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায় নির্মাণ সামগ্রী ভর্তি হাইড্রলিক ট্রাকটি।
প্রকৌশলী ইমরান জানান, বেইলি ব্রিজটি এর আগে আরও দুইবার ধসে পড়ে। মেরামত করার পরও ছিল ঝুঁকিপূর্ণ, তাই শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনার কারণে ১০ ঘণ্টার বেশি সময় যান চলাচল ব্যাহত হয়।
তিনি আরও বলেন, ভেঙে পড়া ব্রিজটি মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি উদ্ধারের জন্য রেকার তলব করা হয়েছে।