পুলিশ জানায়, খবর পেয়ে স্বজনরা বিপ্লবের পরিহিত প্যান্ট ও বেল্ট দেখে তার পরিচয় শনাক্ত করেন।
Published : 30 May 2024, 04:20 PM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের দুই মাস পর একটি নির্মাণাধীন বাড়ির মাটির নীচ থেকে এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বরের নির্মাণাধীন বাড়ি থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয় বলে নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান জানান।
উদ্ধার হওয়া কঙ্কালটি বিপ্লব মাতুব্বরের (৩২)। তিনি উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়া গ্রামের শামছু মাতুব্বরের ছেলে।
খবর পেয়ে স্বজনরা নিহতের পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আমিনুর বলেন, ১৭ মার্চ দুপুরে প্রতিদিনের মত বিপ্লব মাতুব্বর ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে ২০ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
“বুধবার দুপুরের দিকে ওই নির্মাণাধীন বাড়ির কাজ করতে গিয়ে রাজমিস্ত্রিরা ভবনের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্যান্ট ও কঙ্কালের অংশ বিশেষ দেখতে পায়।
“পরে বাড়ির মালিক থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা ও হাতসহ কয়েক টুকরা কঙ্কাল উদ্ধার করে।”
আমিনুর বলেন, খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিপ্লবের পরিহিত প্যান্ট ও বেল্ট দেখে তার পরিচয় শনাক্ত করেন।
লাশের সুরতহাল প্রতিবেদন শেষে শরীরের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।