সন্ধ্যায় একপক্ষের সীমানার মধ্যে অপরপক্ষের ছাগল বাধাকে কেন্দ্র করে মাসুদের সঙ্গে চাচা বাদশার বাকবিতণ্ডা শুরু হয়।
Published : 17 Jun 2024, 12:55 AM
কুষ্টিয়ায় উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধে ভাতিজার বটির আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আমজাদ মোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মো. সোহেল রানা।
নিহত বাদশা আলী (৫০) স্থানীয় বাসিন্দা মৃত ভাদু প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকে তার বড় ভাই মৃত ভোলা প্রামাণিকের ছেলে মাসুদ (৪০) পলাতক।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে ওসি সোহেল রানা জানান, আগে থেকেই পৈত্রিক সূত্রে পাওয়া জমি ও বাড়ির জায়গার সীমানা নিয়ে বাদশা প্রামাণিক ও মাসুদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
রোববার সন্ধ্যায় একপক্ষের সীমানার মধ্যে অপরপক্ষের ছাগল বাধাকে কেন্দ্র করে মাসুদের সঙ্গে চাচা বাদশার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মাসুদ ধারালো বটি দিয়ে চাচাকে উপর্যুপরি আঘাত করেন।
এতে বাদশার মেরুদণ্ডে কোপ লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পলাতক মাসুদকে গ্রেপ্তারেও অভিযান চলছে।