অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে।
Published : 26 Oct 2024, 10:11 AM
ঢাকার সাভারের একটি ডোবা থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকু্তা এলাকার ভাকুর্তা স্কুলের পিছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ভাকুর্তা পুলিশ ফার্ড়ির ইনচার্জ এসআই বিলায়েত হোসেন।
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে।
এসআই বিলায়েত বলেন, রাতে এলাকার কয়েকজন ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানার পুলিশে খবর দেয়। পরে রাতেই লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশটি প্রায় এক সপ্তাহ আগের হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।