বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে চেপে দিয়ে চুর্ণবিচুর্ণ করে দেয়।
Published : 30 Mar 2025, 04:15 PM
সাতক্ষীরা সদরে দ্রুতগামী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী এক তরুণী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন তরুণির মামা এবং ভ্যানটির চালক।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে মাধবকাটির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম।
নিহত ১৮ বছরের জোবাইদা ইয়াসমিন উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
আহত হয়েছেন- একই এলাকার আজিজুল সর্দারের ছেলে আরিফুল রানা ও আখড়াখোলা বাউলডাঙ্গার গফুর ঢালীর ছেলে আরিফুল ইসলাম। আরিফুল রানা জোবাইদার মামা আর আরিফুল ইসলাম ব্যাটারিচালিত ভ্যানটির চালক।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে ওসি শামিনুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যানটি ঝাউডাঙ্গার দিক থেকে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিল। বেলা ১টার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে চেপে দিয়ে চুর্ণবিচুর্ণ করে দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন জোবাইদা। আশংকাজনক অবস্থায় তার মামা ও ভ্যানচালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল নেওয়া হয়।
পরে চিকিৎসক আরিফুল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ভ্যানচালক আরিফুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এছাড়া নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামিনুল।
ঘটনাস্থলে থাকা সাতক্ষীরা সদর থানার এসআই শাকিল বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।