পুলিশ বলছে, ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
Published : 20 Sep 2024, 07:40 PM
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে। এতে আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার দুপুরে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ধনবনাড়ী থানার ওসি ইদ্রিস আলী জানান।
নিহতরা হলেন-ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান (৩০) ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। পথে মধুপুর থেকে ধনবাড়ীগামী একটি অটোরিকশাকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়।”
“এ সময় আহত হয় অটোরিকশায় থাকা তিনজন। পরে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।”
ট্রাকটি জব্দ করে হলেও চালক পালিয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।