বিজয় দিবস উপলক্ষে সকালে পিরোজপুরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনা ঘটে।
Published : 16 Dec 2024, 10:26 PM
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শ্রমিক দলের চার নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
সোমবার সন্ধ্যায় পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেন।
বহিষ্কৃতরা হলেন- পিরোজপুর পৌর শ্রমিক দলের সভাপতি আ. রাজ্জাক ফকির, জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ শেখ এবং পৌর শ্রমিক দলের সদস্য মো. মাসুম।
হামলার ঘটনার পর জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষার্থীরা শহীদদের শ্রদ্ধা জানাতে স্থানীয় পুরাতন খেয়াঘাটের শহীদ বেদিতে পৌঁছালে তাদের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলতে চান সেখানে থাকা শ্রমিক দলের নেতাকর্মীরা ।
পরে স্থানীয় একটি হোটেলে নাস্তার জন্য গেলে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীর ওপর হামলা করা হয়। এতে প্রক্টরসহ দুইজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুল ইসলাম অজ্ঞাতপরিচয় ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।
পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, “বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিলেন। তাদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
ব্যানার-ফেস্টুনে 'বঙ্গবন্ধু', পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
“পরে হোটেলে নাস্তার করতে গেলে সেখানে আমাদের ওপর চড়াও হন তারা। এ পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদেরও দুইজন আহত হয়েছেন। বিষয়টি জানতে পেরে শ্রমিক দলের চার নেতাকে বহিষ্কার করেছি।”
পিরোজপুর সদর থানার ওসি আ. সোবাহান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।