“স্থানীয় একটি হোটেলে নাস্তা করার জন্য গেলে সেখানে আমাদের উপর লোকজন হামলা করে।”
Published : 16 Dec 2024, 04:37 PM
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রক্টর ও দুই ছাত্র আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার জানান।
এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খান, ছাত্র ইশতিয়াক আহমেদ ও তাওহীদ খলিফা। তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুশাহিদ হোসেন বলেন, “প্রক্টরসহ আমাদের শিক্ষার্থীরা বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে পুরাতন খেয়াঘাটের শহীদ বেদিতে যায়। এ সময় সেখানে থাকা লোকজন আমাদের ‘গালমন্দ’ ও বিশ্ববিদ্যালয়ের নামে করা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলতে চাইলে আমরাই তা খুলে ফেলি।
“পরে শহীদ বেদিতে ফুল দিয়ে স্থানীয় একটি হোটেলে নাস্তা করার জন্য গেলে সেখানে আমাদের উপর লোকজন হামলা করে। হামলায় আমাদের প্রক্টরসহ দুই জন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যানার ও ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকায় এ হামলার ঘটনা ঘটে। ‘রাজনৈতিক দলের’ নেতাকর্মীরাই এ হামলা করেছে।
তবে হামলাকারীরা কোন রাজনৈতিক দলের, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, “এ হামলার ঘটনায় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শহীদুল ইসলাম বাদী হয়ে ২০-৩০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।”