জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে বিজিবির ভাষ্য।
Published : 24 Sep 2024, 05:56 PM
যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে চার কোটি টাকার ১৯টি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বিজিবি।
জব্দ করা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে বিজিবির ভাষ্য।
মঙ্গলবার দুপুরে আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান।
আটক মাহফুজ মোল্লা (২৬) নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেক পোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেনাপোল অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মাহফুজের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসবাদ করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯টি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি।
জব্দ করা সোনার ওজন চার দশমিক ৫৫৭ কেজি; যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৬১ লাখ ৬২ হাজার ৪১০ টাকা বলে জানায় বিজিবি।
এ ঘটনায় পোর্ট থানায় মামলা দিয়ে মাহফুজকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
এ ছাড়া জব্দ করা সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।