জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা আছে, বলেন কোতোয়ালি থানার ওসি।
Published : 04 Oct 2024, 01:05 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক অধ্যাপক ফরিদ আহমদের বিষয়ে বক্তব্য দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ফরিদ আহমেদকে ঢাকার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ অবগত আছে।
এ ছাড়া আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলার বিষয়টিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘পুলিশি হামলার মদদ’ দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দর্শন বিভাগের ওই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কাছে অধ্যাপক ফরিদকে হস্তান্তর করেছেন। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এ অবস্থায় আটক অধ্যাপক ফরিদের নিজের প্রতিষ্ঠান থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন নিজস্ব গতিতে চলার পাশাপাশি দেশের সব নাগরিকের প্রাপ্য মর্যাদা সমুন্নত রাখার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর কর্তৃপক্ষ আশা করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অধ্যাপক ফরিদ আহমেদের পেশাগত অবস্থান অক্ষুন্ন রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত নিয়মে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে সবার কাছে দায়িত্বশীল আচরণও প্রত্যাশা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগরের শিক্ষককে আটকে পুলিশে দিল জগন্নাথের শিক্ষার্থীরা