“ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাবের চাহিদা বেড়ে গেছে, যে কারণে ডাব ব্যবসায়ীরা অধিক মুনাফার চেষ্টা করছেন।”
Published : 29 Aug 2023, 09:48 PM
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় ফরিদপুরে অপেক্ষাকৃত কম দামে ডাব বিক্রি করেছেন বিক্রেতারা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতালের সামনে অস্থায়ীভাবে গড়ে ওঠা ডাবের দোকানে অভিযান চালানো হয় বলে জানান ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
তিনি বলেন, “ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাবের চাহিদা বেড়ে গেছে, যে কারণে ডাব ব্যবসায়ীরা অধিক মুনাফার চেষ্টা করছেন। এ কারণেই এই অভিযান চালানো হয়েছে।
“এ সময় ডাব ব্যবসায়ীরা ২০০ টাকার ডাব ১২০ টাকায় এবং দেড়শ টাকার ডাব ১০০ টাকা দরে বিক্রি করেন।”
অভিযানের সময় হাসপাতালে থাকা রোগীর জন্য প্রতিদিন ডাব কিনতে আসা একজন ক্রেতা বলেন, “অভিযান না থাকলে একটি ডাব ১৫০ থেকে ২০০ টাকায় কিনতে হয়। অথচ এই ডাবটি তাদের কেনা বড়জোড় ৬০-৭০ টাকায়।”
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০১ রোগী। এ পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছেন চার হাজার ৪০৯ জন, সুস্থ হয়েছেন চার হাজার ২২ জন। আর প্রাণহানি হয়েছে ১২ ব্যক্তির।