পুলিশ জানায়, মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিলেন শহিদ।
Published : 07 Jul 2024, 04:12 PM
বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের চল্লিশঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান।
নিহত শহিদুল ইসলাম ওরফে পিলার শহিদ (৫৫) নামের ওই এলাকার মৃত বাহার আলীর ছেলে।
গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ চরদুয়ানী ৩ নম্বর ওয়ার্ডের নাসির বিশ্বাস, রাসেল হাওলাদার ও তার ভাই হারুন হাওলাদার, রিমন মল্লিক, নাজমুল, খলিলুর রহমান এবং দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদার।
নিহত শহিদুলের স্ত্রী আমেনা বেগম বলেন, “রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফেরার পথে নাসির বিশ্বাস, রুবেল বিশ্বাস ও আব্বাস মল্লিকসহ ১০-১২ জন আমার স্বামীকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়।
“পরে স্থানীয়দের সহায়তায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে তিন ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
এ বিষয়ে ওসি আল মামুন বলেন, “মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে শহিদ মামলা করেছিলেন। বর্তমানে মামলা চলমান আছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।