পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন বলে জানায় পুলিশ।
Published : 31 Dec 2024, 01:10 AM
যশোরের বাঘারপাড়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক আছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম।
নিহত ইখলাস (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
ওসি আব্দুল আলিম বলেন, “সন্ধ্যায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইখলাসের সঙ্গে তার ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন।”
পরিবারের সদস্যরা ইখলাসকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল আলিম।