টঙ্গীতে ‘পূর্ব শত্রুতার জেরে’ পোশাক কর্মীকে কুপিয়ে জখম

এক ব্যবসায়ী জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের উড়ু ও হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তরুণেরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 06:37 PM
Updated : 29 Jan 2023, 06:37 PM

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে এক পোশাক কর্মীকে কুপিয়ে জখম করেছে একদল তরুণ।

রোববার দুপুরে স্থানীয় বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান।

আহত রবিউল ইসলাম রনি (২৫) ওই এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাঁ পাড়া-তিলারগাতি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, রবিউল রোববার দুপুরের খাবার খেতে কারখানা থেকে বাসায় যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় আদর্শপাড়ায় তার পথরোধ করে স্থানীয় ৭/৮ জন তরুণ।

এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের উড়ু ও হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তরুণেরা।

এতে রবিউল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী খাঁ পাড়া-তিলারগাতি আঞ্চলিক সড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে।

খবর পেয়ে টঙ্গীর পশ্চিম থানা পুলিশ গিয়ে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা সবাই এলাকার বখাটে। তাদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে। তাদের বিরুদ্ধে ছিনতাই, ইভটিজিং, মাদকসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

পূর্ব শত্রুতার জেরে রবিউলের উপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।