২০২১ সালের ২২ অক্টোবর ৯ বছর বয়সি এক শিশুকে কাশবনে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেন মোশারফ৷
Published : 26 Jan 2024, 08:59 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷
রোববার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান৷
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোশারফ মিয়া (৪৫) উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া গ্রামের বাসিন্দা।
পিপি বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর ৯ বছর বয়সি এক শিশুকে ওই এলাকার একটি কাশবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মোশারফ৷ এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানেই ফেলে পালিয়ে যান তিনি।
পরদিন মোশারফকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো স্থান থেকেই শিশুটির লাশ উদ্ধার করা হয়৷
তিনি আরও বলেন, ওইদিনই শিশুটির মা থানায় মামলা করেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায় আদালত আসামি মোশারফকে মৃত্যুদণ্ড ও লাশ গুম করায় পাঁচ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]