ফরিদপুরে ‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ মাল্টা বাগান কেটে সাবাড়

বাগান মালিকের দাবি, এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 05:08 PM
Updated : 9 March 2023, 05:08 PM

ফরিদপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় রাতের আঁধারে বাগানের ৩০০ মাল্টা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

গত বুধবার রাতে সদরের পৌর এলাকার বর্ধিত ৩ নম্বর ওয়ার্ডের কোমরপুরে এ ঘটনায় মারুফ ও ওহিদুজ্জামান নামের দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম। 

বাগান মালিক মো. মেজবাউর রহমান বলেন, “বখাটেরা রাতের আঁধারে বাগানের চৌকি ঘরে ঢুকে মাদক সেবন করতো। বিষয়টি জানতে পেরে মাদক সেবীদের বাগান থেকে বের করে দিলে তারা দেখে নেওয়ার হুমকি দেয়।” 

পরদিন সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান। 

দুই বছর আগে লাগানো গাছগুলোতে ফুল এসেছিল জানিয়ে তিনি বলেন, “এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।” 

এসআই ফাহিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।